Panchayat vote 2023: আজ ভাঙড়ে রাজ্যপাল! পঞ্চায়েত ভোটপর্বে হিংসা, কড়া পদক্ষেপের আশ্বাস

Suvendu Adhikari: রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার ভূমিকা নিয়ে অসন্তোষ শুভেন্দুর
1200-675-18164687-thumbnail-16x9-bose1
1200-675-18164687-thumbnail-16x9-bose1

মাধ্যম নিউজ ডেস্ক: আজ, ভাঙড়ে যেতে পারেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। সূত্রের খবর, শুক্রবার সকাল ১০টা নাগাদ ভাঙড়ের অশান্তি কবলিত এলাকায় যাওয়ার সম্ভাবনা রয়েছে রাজ্যপালের। পঞ্চায়েত ভোটে (Panchayat vote 2023) মনোনয়ন পর্বেই যেভাবে রক্ত ঝড়ছে, তা দেখে স্তম্ভিত রাজ্যপাল। বৃহস্পতিবার তিনি বলেন, ‘এবার আর কথা নয়, অ্যাকশন হবে।’ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে খুনের ঘটনাও ঘটেছে। ভাঙড়ে বোমা-বন্দুকের আস্ফালন চলেছে। রাজ্যে সন্ত্রাসের বাতাবরণে হতাশ রাজ্যপাল।

রাজভবনের কড়া বিবৃতি

বৃহস্পতিবার রাতে রাজভবনের তরফে বিবৃতি জারি করে রাজ্যের সন্ত্রাসের ঘটনার তীব্র সমালোচনা করেছে। বলা হয়েছে, ‘পঞ্চায়েতে জয় ভোট (Panchayat vote 2023) দিয়ে হোক, লাশের সংখ্যা দিয়ে নয়।’ আরও বলা হয়েছে, ‘পঞ্চায়েতে ভোট গ্রহণের আগেই যেভাবে মৃতের সংখ্যা বাড়ছে তা ভয়াবহ। গুণ্ডা, সমাজবিরোধী, লম্পট, বাহুবলী, অন্ধকার জগতের শয়তান, বদমায়েশদের এই দৌরাত্ম্য বরদাস্ত করা হবে না। সংবাদমাধ্যমও আক্রান্ত হচ্ছে দুষ্কৃতীদের হাতে। যখন চতুর্থ স্তম্ভ আক্রান্ত হয়, তার মানে গণতন্ত্র আক্রান্ত। সাধারণ মানুষ আক্রান্ত। সংবিধান আক্রান্ত। নতুন প্রজন্ম আক্রান্ত। এই শয়তানের খেলা বন্ধ হওয়া দরকার এবং তা অবশ্যই বন্ধ হবে। এর শেষের শুরু হবে পশ্চিমবঙ্গে।’ রাজ্যপাল জানিয়েছেন, কথা নয়, কাজ হবে, কড়া পদক্ষেপ নেওয়া হবে। তিনি জানিয়েছেন, কোনও কথা নয়, শুধু অ্যাকশন নেওয়ার সময়। একটু ধৈর্য্য ধরুন। দেখুন কী হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, সাধারণ মানুষের শান্তি ও সম্প্রীতির অধিকার রয়েছে। সেই সঙ্গেই বিবৃতিতে বলা হয়েছে, যে যতই ক্ষমতাশালী বলে নিজেকে মনে করুক না কেন, কোনওভাবেই তাদের নিজেদের হাতে আইন তুলে নিতে দেওয়া চলবে না।

রণক্ষেত্র ভাঙড়

বৃহস্পতিবার পঞ্চায়েত ভোটে (Panchayat vote 2023) মনোনয়ন জমাকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রে চেহারা নেয় ভাঙড়। দক্ষিণ ২৪ পরগনা জেলায় যে পরিমাণ অশান্তির ঘটনা ঘটেছে, অন্য জেলায় তেমন নজির নেই। ভাঙড়ের আকাশে বাতাসে এখনও ঘুরছে বোমা-বারুদের গন্ধ। সূত্রের খবর, এমন অবস্থায় ভাঙড়ের পরিস্থিতি সরেজমিনে যেতে চান রাজ্যপাল।

আরও পড়ুুন: “সব জেলায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করতে হবে”, নির্দেশ কলকাতা হাইকোর্টের

কড়া বার্তা শুভেন্দুর

পঞ্চায়েত ভোটে (Panchayat Election 2023) কেন্দ্রীয় বাহিনীর নির্দেশ দিয়েছে হাইকোর্ট (Calcutta High Court)। আদালতের রায়কে ঐতিহাসিক বলে মনে করছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। একইসঙ্গে বর্তমান রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার (Rajib Sinha) ভূমিকা নিয়েও অসন্তোষ গোপন করলেন না শুভেন্দু। বললেন, ‘যখন সুযোগ ছিল, তখন রাজ্যপাল ওনাকে (রাজীব সিনহাকে) বাদ দিয়ে প্যানেল থেকে অন্যদের নিতে পারতেন। আমার মনে হয় অন্য যাদের নাম পাঠানো হয়েছিল, এম ভি রাও বা অজিত বর্ধন… তাঁরা রাজীব সিনহার মতো এতটা খারাপ হতেন না।’হুগলির বিজেপির সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের মতে,পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন ইউক্রেনের যুদ্ধকেও হার মানাবে। গোটা রাজ্য কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচনের হাইকোর্টের নির্দেশকে স্বাগত জানিয়ে লকেট বলেন, এখন দেখার নির্বাচন কমিশন বাহিনীকে ব্যবহার করে না বসিয়ে রাখে।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles