প্রয়াত হলেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে। গাইতে গাইতেই চলে গেলেন না ফেরার দেশে। বয়স হয়েছিল ৫৩ বছর। কলকাতার নজরুল মঞ্চে ঠাকুরপুকুরের গুরুদাস কলেজের অনুষ্ঠানে এসেছিলেন কে কে। অনুষ্ঠানের মাঝেই জানিয়েছিলেন, অসুস্থ বোধ করছেন তিনি। তারপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বলিউডের একাধিক কালজয়ী গানের সৃষ্টি হয়েছে তাঁর কণ্ঠে। তবে আজ তাঁর স্মৃতিতে তাঁরই কিছু অজানা তথ্য জেনে নিন।