Bollywood Spy Thrillers: বলিউডের ৬টি ‘স্পাই থ্রিলার’ যা দেখতে ভাল লাগবে
2023-07-11 15:23:30
সংকল্প রেড্ডি পরিচালিত ‘আইবি৭১’ সিনেমাটি মুক্তি পেয়েছে ৭ জুলাই। প্লেন হাইজ্যাকের ওপর নির্মিত এই ছবিতে চিত্রায়িত হয়েছে ইন্টেলিজেন্স ব্যুরোর রোমাঞ্চকর মিশন। ফিরে দেখা যাক বলিউডের ৬টি স্পাই-থ্রিলার ছবি যা নজর কেড়েছে।
মেঘনা গুলজারের নির্দেশনায় তৈরি ‘রাজি’ সিনেমায় অভিনয় করেছেন আলিয়া ভাট। একজন সাধারণ কাশ্মীরি মেয়ে পাকিস্তানের আর্মি অফিসারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে কীভাবে গুপ্তচর বৃত্তি করবে তাই চিত্রায়িত হয়েছে এখানে।
অক্ষয় কুমার অভিনীত ‘বেবি’ সিনেমা মুক্তি পেয়ছিল ২০১৫ সালে। বলিউডের অন্যতম সেরা গুপ্তচর বৃত্তি ছবির মর্যাদা পেয়েছে এই সিনেমা। অক্ষয় কুমার ছাড়াও ছবিতে দেখা যায় অনুপম খের, রানা দাগ্গুবতীকে।
শাহরুখ খানের ‘পাঠান’ ছবি নিয়ে নতুন করে কিছু বলার নেই। বক্স অফিসে ঝড় তোলা এই সিনেমায় শাহরুখকে দেখা যায় গুপ্তচরের ভূমিকায় যে জন আব্রাহামের একটি মিশন ব্যর্থ করে।
সিদ্ধার্থ মলহোত্রা এবং রশ্মিকা অভিনীত ‘মিশন মজনু’ হল গুপ্তচর ধর্মী ভারতীয় ছবি। শান্তনু বাগচী পরিচালিত এই ছবিতে দেশপ্রেম এবং গুপ্তচর বৃত্তি একসঙ্গেই দেখা যায়। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের কিছু সিক্রেট মিশনের দেখা যায় এই ছবিতে।
সলমন খান অভিনীত ‘এক থা টাইগার’ এবং ‘টাইগার জিন্দা হ্যায়’ অন্যতম সেরা স্পাই ছবি। এই ছবিতে সলমন খানের বিপরীতে রয়েছেন ক্যাটরিনা কাইফ। সলমান খানকে এখানে দেখা যায় গুপ্তচরের ভূমিকায়।
টাইগার শ্রফ ও ঋত্বিক রোশন অভিনীত ‘ওয়ার’ ছবি হল বলিউডের অন্যতম সেরা গুপ্তচর বৃত্তির ছবি। যেখানে ভারতীয় গুপ্তচর সংস্থা ‘র’-এর বিভিন্ন রোমাঞ্চকর মিশন দেখা যাবে।