নতুন ভূমিকায় অবতীর্ণ হলেন আলিয়া ভাট। আলিয়া ছোটদের জন্য নিজের লেখা ছবির বই প্রকাশ করেছেন। রবিবার আলিয়া ছোটদের জন্য পোশাক ব্র্যান্ড 'এড-আ-মাম্মা'র অধীনেই শিশুদের ছবির বই প্রকাশ করেন। যেটির নাম নাম ‘এড ফাইন্ডস এ হোম’। নতুন বই প্রকাশের ছবি নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিনেত্রী। লিখেছেন, ‘আমার শৈশবেও অনেক গল্প রয়েছে, সেই শৈশবে অনেক গল্পকার রয়েছেন। আমার স্বপ্ন ছিল যে আমার মধ্যে থেকে সেই শিশুটিকে বের করে আনা। শিশুদের জন্য বই প্রকাশ করা।’