বলিউডের বেশ কতগুলি ছবি মুক্তি পাবে জুন মাসে। বলা যায় লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ছবিগুলি মুক্তি পাওয়ার অপেক্ষায়। শাহিদ কাপুরের অ্যাকশন থ্রিলার ব্ল্যাডি ড্যাডি হোক অথবা প্রভাসের পৌরাণিক কাহিনী অনুযায়ী আদিপুরুষ। দেখার জন্য মুখিয়ে আছেন দর্শকরা। জুন মাসে মুক্তি পেতে চলা সিনেমাগুলির একটা ঝলক দেখে নিই আমরা।