Bollywood Celebrities: লতা থেকে বাপ্পি, ২০২২ সালে কোন কোন তারকার মৃত্যু হয়?
2022-12-13 15:08:20
২০২২ সালটা বিনোদন জগতের জন্য একেবারেই ভালো ছিল না। এই বছরের প্রথম থেকেই একের পর এক সেলেব্রিটিদের মৃত্যুর খবর এসেছে। বিশেষ করে চিরঘুমের দেশে পাড়ি দিয়েছেন সঙ্গীত জগতের একাধিক নক্ষত্র। ২০২২ সালে কোন কোন তারকারা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, দেখে নিন।
লতা মঙ্গেশকর- সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর এমন একটি নাম যার কোনও পরিচয়ের দরকার পড়ে না। লতাজি ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কোভিড পরবর্তী জটিলতার জেরেই মৃত্যু হয়েছিল লতা মঙ্গেশকরের, হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রের খবর।
বাপ্পি লাহিড়ি- ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি ‘ডিস্কো কিং’ বাপ্পি লাহিড়ি চিরঘুমের দেশে পাড়ি দেন।
কেকে- বলিউডের বিখ্যাত গায়ক কেকে চলতি বছরের ৩১ মে কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠান চলাকালীন অস্বস্তি বোধ করেন। এর পরই আলিপুরের বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তাঁর।
রাজু শ্রীবাস্তব- ২১ সেপ্টেম্বর সবাইকে কাঁদিয়ে চিরঘুমের দেশে পাড়ি দেন বিখ্যাত কমেডিয়ান রাজু শ্রীবাস্তব। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর দিল্লির এইমসে চিকিৎসাধীন ছিলেন তিনি। এর পর ৪০ দিনের লড়াইয়ের শেষে তাঁর মৃত্যু হয়।
পণ্ডিত বির্জু মহারাজ- বিখ্যাত কত্থক ডান্সার ও গায়ক পণ্ডিত বির্জু মহারাজ চলতি বছরের ২২ জানুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩।
সিধু মুসেওয়ালা- পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা চলতি বছরের ২৯ মে মারা যান। তাঁকে গুলি করে হত্যা করা হয়েছিল।