২০২৩ সিনেমাপ্রেমীদের জন্যে হতে চলেছে এক অত্যন্ত আনন্দের বছর। বিশেষ করে যারা সুপার হিরো ফ্যান, তাঁদের তো কথাই নেই। মুক্তি পেতে চলেছে হলিউডের ৭ বহু প্রতীক্ষিত সিনেমা। এর মধ্যে প্রথমেই রয়েছে অ্যান্টম্যান সিরিজের 'কোয়ান্টাম্যানিয়া'। সিনেমাটি মুক্তি পেতে চলেছে ফেব্রুয়ারির ১৭ তারিখ। এই সিনেমার হাত ধরেই ফের নির্দেশকের ভূমিকায় ফিরছেন পেটন রীড। সঙ্গে থাকবেন পল রুড এবং ইভাঞ্জেলিন লিলি।