Sologamy: আবারও সোলোগ্যামি ভারতে! এবারে নিজেই সিঁথিতে সিঁদুর দিয়ে বিয়ে করলেন অভিনেত্রী কনিষ্কা সোনি
2022-08-22 17:48:54
আবারও সোলোগ্যামি অর্থাৎ নিজেকে নিজের বিয়ে করতে দেখা গেল এক মহিলাকে। তাঁর নাম কনিষ্কা সোনি। টেলিভিশন অভিনেত্রী কনিষ্কা সোনি বর্তমানে শিরোনামে রয়েছেন কারণ তিনি সম্প্রতি শেয়ার করেছেন যে তিনি নিজেকে বিয়ে করেছেন। তার সব ফটো দেখতে স্ক্রোল করুন।
কনিষ্কা সোনি হলেন দ্বিতীয় ভারতীয় মহিলা যিনি নিজেকেই বিয়ে করেছেন। এর আগে গুজরাটের ২৪ বছর বয়সী মহিলা, ক্ষমা বিন্দু, এর আগে শিরোনামে ছিলেন। কারণ তিনিই প্রথম ভারতীয় মহিলা ছিলেন যিনি নিজেকে বিয়ে করেছেন।
কনিষ্কা সোনি ‘দো দিল এক জান’, ‘পবিত্র রিশতা’, ‘দিয়া অর বাতি হাম’ এবং ‘দেবো কে দেব... মহাদেবের’ মতো টিভি শোতে অভিনয় করেছেন।
গান গাওয়ার রিয়েলিটি শো ‘বাথরুম সিঙ্গার’, এবং ‘ফিয়ার ফ্যাক্ট: খতরো কে খিলাড়ি’ ২-এর মাধ্যমে কনিষ্কা সোনি ২০০৭ সালে তাঁর কেরিয়ার শুরু করেছিলেন।
কনিষ্কা ২০১৩ সালে একটি তামিল চলচ্চিত্র পাথাভেরাম কোডিতেও অভিনয় করেছেন এবং দেবরায়া এবং যুবরাজামের মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন।
একজন বিবাহিত মহিলা হিসাবে তার প্রথম ছবি শেয়ার করে কনিষ্কা লিখেছেন, "নিজেকে বিয়ে করলাম যেহেতু আমি আমার সমস্ত স্বপ্ন নিজেই পূরণ করেছি এবং একমাত্র ব্যক্তি যার সাথে আমি প্রেম করছি সে হল আমি নিজে। আমার কখনও কোন পুরুষের প্রয়োজন নেই। আমি একা থাকতেই বেশী খুশি এবং আমার গিটার নিয়ে একা থাকতেই বেশি খুশি আমি। আমি দেবী, শক্তিশালী এবং ক্ষমতাবান, আর শিব এবং শক্তি সবকিছুই আমার ভিতরে।"
একটি ভিডিওতে তিনি তার সিদ্ধান্তের ব্যাপারে বলছেন এবং অনেক ট্রোলেরও শিকার হয়েছেন।
তিনি আরও লিখেছেন "আমি জানি আপনারা আমার ‘selfmarriage’ -এর সিদ্ধান্ত নিয়ে অনেক প্রশ্ন তুলছেন। আমি একাকী জীবনযাপনকেই বেছে নিয়েছি।“
তিনি আরও জানান বিয়েটা শুধু যৌনতার জন্যই নয়,এর সাথে জড়িয়ে থাকে ভালবাসা, বিশ্বস্ততা, চাওয়া-পাওয়া যেটার প্রতি ভরসা এখন তার আর নেই। নিজেকে ভালবাসা, নিজের সাথে সময় কাটানো এবং নিজেকে নিয়ে ভাবাটাই বেশি ভালো। যদিও তার পোষ্টগুলো গুগলের ট্রেন্ডিং পেজে জায়গা পেয়েছে, তবে এটা নাকি তার উদ্দেশ্য ছিল না। অনেকের মতে তিনি গাঁজা বা অ্যালকোহলে আসক্ত হয়ে কথাগুলো বলছেন, তবে তিনি জানিয়েছেন কোনোরকম নেশা তিনি করেন না। বর্তমানে তিনি আমেরিকাতেই আছেন এবং হলিউডে নিজের কেরিয়ার গড়ার ব্যাপারে মন দিয়েছেন।
Tags: