69th National Awards: জাতীয় পুরস্কারের মঞ্চে চাঁদের হাট! দাদা সাহেব ফালকে গ্রহণ করলেন ওয়াহিদা রহমান
2023-10-17 20:44:24
দিল্লির বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত হল ৬৯ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পুরস্কার তুলে দিয়েছেন।
দাদা সাহেব ফালকে পুরস্কার পেলেন ওয়াহিদা রহমান। এই সম্মান পেয়ে আবেগঘন হয়ে পড়েন তিনি।
রকেট্রি: দ্য নাম্বি ইফেক্ট সেরা ফিচার ফিল্মের পুরস্কার জিতেছে। কাশ্মীর ফাইলস ৬৯ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে জাতীয় সংহতির জন্য সেরা চলচ্চিত্রের জন্য নার্গিস দত্ত পুরস্কার জিতেছেন।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন আলিয়া ভাট। 'গাঙ্গুবাই কাথিয়াওয়ারি'র জন্য সেরা অভিনেত্রীর শিরোপা পেলেন তিনি।
আলিয়ার সঙ্গেই সেরা অভিনেত্রীর স্বীকৃতি পেয়েছেন কৃতী স্যানন। 'মিমি'-তে অভিনয়ের জন্য এই সম্মান পেলেন তিনি।
বিদেশের মঞ্চ দাপিয়ে দেশেও 'আরআরআর'-এর উজ্জ্বল উপস্থিতি। বেস্ট পপুলার ফিল্ম, বেস্ট কোরিওগ্রাফি-সহ আরও একাধিক বিভাগে মোট ৬টি জাতীয় পুরস্কার এসেছে এস এস রাজামৌলি পরিচালিত এই ছবির ঝুলিতে।
পঞ্চম বার জাতীয় পুরস্কার পেলেন শ্রেয়া ঘোষাল। পুরস্কার নিতে উঠে উচ্ছ্বসিত শ্রেয়া।
সেরা অভিনেতার মুকুট দক্ষিণী তারকা অল্লু অর্জুনের মাথায়। 'পুষ্পা: দ্য রাইজ' ছবির জন্য এই পুরস্কার পেলেন তিনি।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর, সেপ্টেম্বর মাসে এই পুরস্কার ঘোষণা করেছিলেন। এদিন সম্মান গ্রহণের পর রাষ্ট্রপতির সঙ্গে আলাপচারিতা পুরস্কারজয়ীদের।