গতকাল ছিল ন্যাশনাল হ্যান্ডলুম ডে অর্থাৎ জাতীয় তাঁত দিবস। ২০১৫ সালে ৭ অগাস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই দিনটিকে ন্যাশনাল হ্যান্ডলুম ডে বলে ঘোষিত করেন। ১৯০৫ সালের স্বদেশী আন্দোলনের স্মরণেই এই দিনটি পালন করা হয়। কেন্দ্রীয় সরকার দেশের হস্তচালিত তাঁতশিল্পকে তুলে ধরতে এবং তাঁতিদের সম্মানের উদ্দেশ্যে ২০১৫ সালে এই দিনটিকে জাতীয় হস্তচালিত তাঁত দিবস হিসেবে ঘোষণা করেন। বর্তমানে হ্যান্ডলুম শাড়ির বিপুল চাহিদা রয়েছে। কারণ এগুলো আরামদায়ক তো বটেই অন্যদিকে এই কাপড়গুলো পরিবেশ বান্ধবও হয়। তাই এখন হ্যান্ডলুম শাড়িই সবাই বেছে নেন। এই তালিকায় বলিউড তারকারাও পিছিয়ে নেই। তাঁরাও এই ধরণের শাড়িতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। একনজরে তাঁদের হ্যান্ডলুম শাড়িতে দেখে নিন-