৭৭৭ চার্লি- কিরণরাজ কে পরিচালিত, কন্নড় সিনেমাটিতে অভিনেতা রক্ষিত শেঠি, সঙ্গীতা শ্রিংগেরি, রাজ বি. শেঠি, ড্যানিশ সাইত এবং ববি সিমহা প্রধান চরিত্রে অভিনয় করেছেন। ছবিটি সুন্দরভাবে একটি মানুষ এবং একটি কুকুরের মধ্যে সম্পর্ককে তুলে ধরেছে। '৭৭৭ চার্লি' Voot Select-এ স্ট্রিমিং হচ্ছে।