Kishore Kumar: জন্মদিনে শ্রদ্ধা কিশোর কুমারকে, ফিরে দেখা তাঁর চিরস্মরণীয় গানগুলো
2022-08-04 17:33:42
বৃহস্পতিবার ছিল কিংবদন্তী গায়ক কিশোর কুমারের জন্মদিন। ১৯২৯ সালে ৪ অগাস্ট জন্মেছিলেন কিশোর কুমার (Kishore Kumar)। কিশোর কুমার মানেই হিট গান, কিশোর কুমার মানেই মেলডি। এই বাঙালির জন্মদিনে একবার শুনে দেখতে পারেন, এই সুপার হিট গানগুলি।
পেয়ার দিওয়ানা হোতা হ্যায়: ১৯৭০ সালের এই গানটি এক দিনের জন্যেও জনপ্রিয়তা হারায়নি। চলে গিয়েছে কয়েক প্রজন্ম। কিন্তু ওই সময়ও এই গানটিকে যুব সমাজ যেভাবে শুনতে পছন্দ করত আজও করে। প্রেমের গানগুলির মধ্যে এটা 'অল টাইম হিট'।
ইয়ে শাম মাস্তানি: রাজেশ খান্নার 'কাটি পাতাঙ্গ' সিনেমার অন্যতম জনপ্রিয় গান। আরডি বর্মনের সুর এবং কিশোরের কুমারের কন্ঠ, একটা গান জনপ্রিয় হতে আর কিছু লাগে কী!
চালা যাতা হু: তনুজা এবং রাজেশ খান্নার ছবি 'মেরে জীবন সাথী' - র অত্যন্ত একটি জনপ্রিয় গান। এখনও লং ড্রাইভে অনেকেরই গাড়িতে লুপে চলে এই গান।
এক আজনাবি হাসিনা সে: রাজেশ খান্না, জিনাত আমানের 'আজনাবি' সিনেমার খান। সিনেমাটি মুক্তি পেয়েছিল ১৯৭৪ সালে। আজও রোম্যান্টিক গানের তালিকায় প্রথম সারিতে থাকে এই গান।
মেরে স্বাপ্নো কী রানী: শচিন দেব বর্মনের সুরে ১৯৬৯ সালে 'আরাধনা' ছবির জন্যে গানটি গেয়েছিলেন কিশোর কুমার। ছবিটিতে অভিনয় করেছেন রাজেশ খান্না এবং শর্মিলা ঠাকুর। এই গানের জনপ্রিয়তায় কখনও ভাটা পড়েনি।