Disney: ছোটবেলার সঙ্গী মিকি, ডোনাল্ড, সিন্ড্রেলা! এখনও সমান জনপ্রিয় ওয়াল্ট ডিজনির এই সৃষ্টি
2022-12-06 19:29:44
হ্যাঁ, মাউস। তবে কম্পিউটারের নয়, ডিজনির। পুরো নাম মিকি মাউস। ছোট্ট সেই ইঁদুরের কার্যকলাপে মুগ্ধ সারা দুনিয়া। ওয়াল্ট ডিজনি। মিকি মাউস সৃষ্টির জন্যই সিনেদুনিয়ার সেরা পুরস্কার, অস্কার পেয়েছিলেন তিনি।
সবচেয়ে কিউট সিংহ শাবক সিম্বা। লায়ন কিং সিনেমার মাধ্যমে তার জনপ্রিয়তা। ছোটবেলায় এই সিংহ শাবকের দুষ্টুমির সঙ্গে নিজেদের মিলিয়ে ফেলা যেত। এই প্রজন্মও তার ব্যতিক্রম নয়। তাই তো ঘুরে ফিরে আসে সিম্বার গল্প।
৯ জুন, ১৯৩৪-এ ডিজনির প্রিয় চরিত্র ডোনাল্ড ডাকের (Donald Duck) সাথে বিশ্ব পরিচিত হয়েছিল। কমিক-বুকের চরিত্র হিসাবে শুরু করে, তিনি এখনও পর্যন্ত সর্বাধিক প্রকাশিত নন-সুপারহিরো। এমনই তার জনপ্রিয়তা যে ডোনাল্ড ডাক ফিনল্যান্ডের জাতীয় নায়ক! চরিত্রটি ফিনল্যান্ডের একটি পপ সংস্কৃতি আইকন।
আমাদের শৈশবকে রাঙিয়ে তুলতে কালজয়ী সব চরিত্র আর রূপকথার জগৎ উপহার দিয়ে গেছেন অ্যানিমেশন চলচিত্রের অগ্রদূত ওয়াল্ট ডিজনি। তাঁর আর একটি জনপ্রিয় সৃষ্টি উইনি দ্য ফু।।
সিন্ড্রেলার গল্প প্রতিটি শিশুকন্যার কাছেই রূপ-কথা। পশ্চিমী এই রূপকথার কন্যার দুঃখ-কষ্টের সঙ্গে এক হয়ে যায় প্রতিটি শিশু। রাজপুত্রের সঙ্গে তাঁর জীবন বদলের কাহিনী ভোলায় সকলের মন। ১৯৫০ সালে ওয়াল্ট ডিজনি এই চরিত্রটিকে কার্টুনের জগতে নিয়ে আসেন। তারপর থেকে পশ্চিম ছাড়িয়ে প্রাচ্য, সারা বিশ্বে ছড়িয়ে পড়ে সিন্ড্রেলার গল্প।