Nostalgic Childhood: নয়ের দশকে টেলিভিশনের পর্দা মাতিয়ে রাখত এরা, মনে পড়ে?
শৈশবের স্মৃতি সততই সুখের। কল্পজগতের নায়ক-নায়িকারা যখন টেলিভিশনের পর্দায় প্রাণ পেল, তখন শিশুদের আর ধরে কে? নয়ের দশকের কয়েকটি রূপকথা, ফ্যান্টাসি ড্রামা দেখানো হয়েছিল টেলিভিশনের পর্দায়। সেগুলো আজও স্মৃতিমেদুর করে তোলে আমাদের। এই যেমন ‘দ্য জঙ্গল বুক’। মোগলি, বাগিরা এবং গুলজারের লেখা ‘জঙ্গল জঙ্গল বাত চলি হ্যায়' আজও আমাদের নস্টালজিক করে তোলে।
‘শক্তিমানে’র কথাই বা আমরা ভুলে যাই কী করে? দেশি সুপারহিরো। দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন মুকেশ খান্না। গঙ্গারাম এবং শক্তিমান। পর্দার সেই চরিত্রদের কথা আজও আমাদের স্মৃতিতে জাগরূক।
কীসে কম যায় ‘বিক্রম আউর বেতাল’? বিক্রমাদিত্যের ভূমিকায় অভিনয় করেছিলেন অরুণ গোভিল। বেতালের চরিত্রে ছিলেন সজ্জন। তাঁদের কথপোকথন আজও আমাদের স্মৃতিতে উজ্জ্বল।
‘শাখা লাখা বুম বুমে’র স্মৃতিও আমাদের মন কেমন করায়। বিশাল সোলাঙ্কি, কিংশুক বিদ্যা, হঁসিকা মতওয়ানে, রাহুল জোশী এই শিশু তারকারা আজও সজীব আমাদের স্মৃতিতে।
ফ্যান্টাসি ড্রামা ‘সোন পরি’ও আমাদের স্মৃতিতে উজ্জ্বল। ছোট্ট মেয়ে ফ্রুটি এবং তাঁর পরি দেবী, যে চরিত্রে রূপদান করেছিলেন মৃণাল দেব কুলকার্নি, শিশুদের টিভির সামনে টেনে নিয়ে আসত নয়ের দশকে।
Tags: