বৃষ্টির জল জমে বর্তমানে রাজ্যে ডেঙ্গির প্রকোপ অতি মারাত্মক। এছাড়াও মশাবাহিত রোগের ম্যালেরিয়া, চিকেনগুনিয়া, জাপানিজ এনসেফালাইটিস ইত্যাদির প্রদুর্ভাব বৃদ্ধি পায়। যত্রতত্র ময়লা-আবর্জনা ডাঁই করা, বুজে থাকা নালা-নর্দমা মশার আঁতুরঘর হয়ে ওঠে। এই মশাবাহিত রোগে মানুষের মৃত্যু পর্যন্তও হতে পারে। রাসায়নিক কৃত্রিম কীটনাশকগুলি মশা দমনে সাহায্য করলেও তাঁর পার্শ্ব প্রতিক্রিয়া থাকে মারাত্মক। তাই মশা থেকে বাঁচতে কিছু গাছ ভীষণ উপকারী। আসুন জেনে নেব এই সব গাছগুলির গুরুত্ব।