প্রতিদিনের ডায়েটে আমরা সাধারণত সেইসব ফলই রাখি যেগুলো পুষ্টিগুণে ভরপুর। এবং ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন বা ভিটামিনের উৎস। কিন্তু আমাদের মনে রাখা দরকার, জল সমৃদ্ধ ফলগুলিও স্বাস্থ্য সম্মত শরীরের জন্য সমান গুরুত্বপূর্ণ। এতে একদিকে যেমন গরমে ডিহাইড্রেশনের সম্ভাবনা দূর হয়। তেমনি বিশেষজ্ঞরা বলছেন জল সমৃদ্ধ ফলে শরীরের বিষাক্ত পদার্থ দূর হয়। আজ আমরা এমনই দশটা ফল নিয়ে আলোচনা করব।