গ্রীষ্মের সময় সতেজ ও শীতল থাকতে তরমুজের (watermelon) চেয়ে ভালো আর বোধহয় কোনও ফল নেই। মিষ্টি তরমুজ আপনাকে চমমনে করে রাখতে সাহায্য করে। তরমুজের ৯২ শতাংশই জল। গ্রীষ্মের দুপুরে তরমুজ খেলে শরীর অনেকটা পরিমাণ জল পায়। এছাড়া, এই তরমুজে রয়েছে প্রচুর ফাইবার, যা পাকস্থলিতে অনেকক্ষণ থাকে। তরমুজের মধ্যে প্রাকৃতিক সর্করা রয়েছে। এর ফলে, অতিরিক্ত সর্করা খাওয়ার প্রবণতাও কমে যায়। তরমুজে রয়েছে ভিটামিন সি, ভিটামিন এ, ম্যাগনেসিয়াম ও পটাসিয়াম। এছাড়া রয়েছে বিশেষ অ্যান্টি-অক্সিডেন্ট, যা ক্যান্সার-কোষ বৃদ্ধি রোধ করতে সাহায্য করে (prevent growth of cancerous cells)।