চিজের কথা শুনলেই মনটা যেন আনন্দে ভরে ওঠে সবার। চিজ দিয়ে তৈরি বিভিন্ন খাবার আপনারা খেয়ে থাকেন। এরমধ্যে পিজ্জা, বার্গার এগুলি প্রায় সবার প্রিয়। এছাড়াও শুধু চিজ খেতে অনেকে খুব ভালোবাসেন। চিজ ক্যালসিয়াম এবং প্রোটিন সমৃদ্ধ একটি উপাদান হওয়ায় এটির অনেক স্বাস্থ্য উপকারিতাও রয়েছে। তবে এর অনেক পাশ্বপ্রতিক্রিয়াও রয়েছে। কোনও খাবারই মাত্রাতিরিক্ত খাওয়া ভালো নয়। চিজ খাওয়ার ফলেও অনেক সমস্যা দেখা যায়, কী কী সমস্যা হতে পারে নীচে আলোচনা করা হল-