উজ্জ্বল, চকচকে ত্বক কেই বা চায় না। সবারই স্বপ্ন থাকে উজ্জ্বল ত্বক পাওয়ার। তবে এই স্বপ্ন আর স্বপ্ন থাকবে না। স্বপ্নকে বাস্তবায়িত করতে খেতে হবে পুষ্টিকর খাবার। উজ্জ্বল ত্বক পেতে, ত্বকের যত্ন নিতে দামী দামী স্ক্রাবার, টোনার, ময়েশ্চরাইজার কিনে থাকেন। তবে এবারে এসব না করে এই ছটি ফল খাদ্যতালিকায় রাখুন, আর পার্থক্য দেখুন এক সপ্তাহের মধ্যে। ফল ত্বকের ক্ষেত্রে খুবই উপকারী। আপনি যেমন ফলের প্যাক বানিয়ে ত্বকে ব্যবহার করতে পারেন, তেমনি ফল খেয়েও ভেতর থেকে ত্বককে কোমল ও উজ্জ্বল করে তুলতে পারেন।