সিজন চেঞ্জের সর্দি, কাশির মতো সমস্যায় ধন্বন্তরির মতো কাজ করে জোয়ান জল। আসলে জোয়ানে রয়েছে কোডেইন নামক একটি উপাদান। আর এই উপাদান সর্দি, কাশির খেল খতম করার কাজে একাই একশো। এমনকী বন্ধ নাক খুলে দেওয়ার কাজেও এর জুড়ি মেলা ভার। তাই এবার থেকে হঠাৎ করে ঠান্ডা লাগলে ওষুধ খাওয়ার পরিবর্তে জোয়ান জল খেয়ে দেখুন। নিতে পারেন জোয়ান জলে ভেপার।