Dandruff: শীতকালে ঘরোয়া টোটকায় খুসকি থেকে মুক্তি পান
শীতকালে খুসকি একটা বড় সমস্যা। খুসকি থাকলে চুল পড়ার সমস্যাও বাড়ে। ঘরোয়া টোটকাতেই সারিয়ে ফেলা যায় এই সমস্যা। স্ক্যাল্পে শুষ্কতার জন্যে খুসকি হয়। নারকেল তেল সেই শুষ্কতা দূর করে খুসকি কমাতে সাহায্য করে।
অ্যাপেল সিডার ভিনিগারের অনেক হেলথ বেনিফিট রয়েছে। তার মধ্যে খুসকির সমস্যা দূর করা অন্যতম।
অ্যালোভেরা খুসকি দূর করতে সাহায্য করে। এছাড়াও এই সাকুলেন্টটি চুলের উজ্জ্বলতা বাড়ায়।
মূলত ব্রোনর সমস্যা দূর করতে সাহায্য করে টি ট্রি অয়েল। অ্যান্টি ব্যাক্টেরিয়াল উপাদান রয়েছে এই তেলে।
বেকিং সোডা খুসকি কমাতে সাহায্য করে। বেকিং সোডা অত্যন্ত ভালো এক্সফোলিয়েটর। এক্সফোলিয়েশনের মাধ্যমে খুসকি দূর করে বেকিং সোডা।
Tags: