গরমে তো নানা রকম সুমিষ্ট, রসালো ফলের দেখা মেলে। তাদের মধ্যে তরমুজ অন্যতম। শরীরে জলের পাশাপাশি নানা ধরনের খনিজের ঘাটতি মেটাতে পারে তরমুজ। তাই গরমকালে বিভিন্ন রকম পানীয়ের মধ্যেও তরমুজ ব্যবহারের চল রয়েছে। তরমুজে থাকে লাইকোপেন, যার প্রভাবে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। তরমুজে রয়েছে ‘সিট্রালিন’। যা দেহে রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে সাহায্য করে। ফলে হার্ট অ্যাটাক, স্ট্রোকের ঝুঁকি কমে।