পশ্চিমবঙ্গে বর্ষার সময় বিভিন্ন জলবাহিত এবং মশাবাহিত রোগের প্রকোপ বেড়ে যায়। চলতি বছরেও তার ব্যতিক্রম হয়নি। জেলায় জেলায় থাবা ডেঙ্গির। বিশেষজ্ঞদের মতে, দুদিন ধরে তীব্র জ্বর, মাথার যন্ত্রণা, সারা গায়ে ব্যথা থাকলে তা ডেঙ্গির লক্ষণ বলে মনে করা হয়। পুষ্টিবিদদের মতে, প্রোটিন জাতীয় খাবার সমেত বিভিন্ন খনিজের সমৃদ্ধ খাবারও এই সময় ডায়েটে রাখা উচিত। সেরকমই কিছু সুপারফুড নিয়ে আলোচনা করব।