এখন অনেকেই ব্যালকনি কিংবা ঘরের কোনায়, ছাদে বিভিন্ন ধরনের ইনডোর প্লান্ট লাগাতে পছন্দ করেন। কারণ এই ইনডোর প্লান্টিং করলে ঘরের সৌন্দর্য তো ফুটে ওঠেই। এর পাশাপাশি এই গাছগুলো ঘরের বাতাসকেও বিশুদ্ধ করে। তাই শৌখিনতার পাশাপাশি স্বাস্থ্য ভালো রাখতে ইনডোর প্লান্টের জুড়ি নেই। মনের চাপ কমাতে, রক্তচাপ কমাতে সাহায্য করে ইনডোর প্লান্ট। এছাড়াও ঘরের তাপমাত্রা এবং অক্সিজেন সঞ্চালন বজায় রাখার জন্যও ইনডোর প্লান্ট সহায়ক। এখন প্রচুর ইনডোর প্লান্ট কিনতে পাওয়া যায়, তার মধ্যে মানিপ্লান্ট, স্নেক প্ল্যান্ট, লাকি ব্যাম্বু, পিস লিলি, ফার্ন এবং বিভিন্ন ধরনের ক্যাকটাস ও ফুলের গাছ উল্লেখযোগ্য।