Dark Circles: ঘরোয়া টোটকা দিয়েই সারিয়ে ফেলুন ডার্ক সার্কেল
আমরা সবাই কম বেশি ত্বকের বিষয়ে সচেতন। ত্বক চকচকে হলেও চোখের নিচের কালো দাগ যেন কিছুতেই যায় না। এই কালো দাগের মূল কারণ ঘুমের অভাব, দুশ্চিন্তা। খুব সহজেই চলে আসে এই কালো দাগ। আর একবার এলে যেতেই চায় না। কিন্তু জানেন কী ঘরোয়া টোটকা দিয়েই এই সমস্যার সমাধান করে ফেলতে পারেন। শশা কেটে চোখের ওপর ১০-১২ মিনিট রেখে দিন। অথবা শশার রস চোখের নিচে তুলো দিয়ে লাগিয়ে নিন। এতে ডার্ক সার্কেলের সমস্যা কমবে।
সুইট আমন্ড অয়েলের দু-তিন ফোঁটাও চোখের নিচের কালো দাগ কমায়। হাতে তেলটি নিয়ে খানিকক্ষণ মালিশ করুন।
টি-ব্যাগ কিছুটা ফ্রিজের মধ্যে রেখে তারপর চোখের ওপর রাখুন। ডার্ক সার্কেল কমবে।
টোম্যাটো গোল গোল করে কেটে চোখের ওপর লাগিয়ে রাখুন।
অ্যালোভেরা জেল চোখের চারপাশে ৫-৭ মিনিট মালিশ করলেও ডার্ক সার্কেল কমে।
Tags: