Home Remedy: বাড়ির এই টোটকাগুলি দিয়েই ভাইরাল সংক্রমণ থেকে বাঁচুন
আবহাওয়া বদলের এই সময়ে ভাইরাল সংক্রমণের প্রবণতা অনেকটাই বেড়ে যায়। শরীরের যত্ন নেওয়াটা এই সময় আরও বেশি জরুরী হয়ে পড়ে। জানেন কী রান্না ঘরের কিছু টোটকা দিয়েই আপনি নিজেকে ভাইরাল সংক্রমণ থেকে দূরে রাখতে পারেন। এর মধ্যে এক অনবদ্য টোটকা হল আদা এবং মধু দিয়ে চা। এই পানীয় আপনাকে ভাইরাল সংক্রমণ থেকে দূরে রাখে। এছাড়া গলা খুসখুস, কাশি জাতীয় সমস্যাকেও দূর করে।
গোলমরিচ আয়ুর্বেদ শাস্ত্রেও ব্যাপকহারে ব্যবহৃত হয়। এতে রয়েছে ভিটামিন সি, যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
জোয়ানেও রয়েছে ঔষধি গুণ। সর্দি- কাশির মোক্ষম দাওয়াই এই জোয়ান।
মৌরি ভাইরাল রোগগুলি থেকে আপনাকে দূরে রাখবে। এটি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়।
ইউজেনল, সিট্রোনেলল, লিনালুলের মতো তেল থাকে তুলসিতে। তুলসি দিয়ে চা খেলে ভাইরাল সংক্রমণ আপনাকে স্পর্শ করতে পারবে না।
Tags: