সুস্থ এবং স্বাস্থ্য শরীর আমরা সবাই চাই। আর এই শরীরে পাওয়ার আশায় ডায়েটিং- এর পথে হাঁটি। ডায়েটিং মানেই আমরা বুঝি কম খাওয়া। কিন্তু জানেন কী এমন অনেক ডায়েটিং রয়েছে যেখানে আপনি পেট ভরে খেলেও ওজন বাড়বে না। খেয়ে দেখতে পারেন এই লো-ক্যালরি খাবারগুলি। রাসবেরি, ব্লুবেরি, ব্ল্যাকবেরি, স্ট্রবেরির মতো খাবারে পেট অনেকক্ষণ ভরে থাকলেও ওজন বাড়ে না।