স্ট্রবেরি সালসা: স্ট্রবেরি সালসা বানানোর জন্য স্ট্রবেরি, লাল পেঁয়াজ, জালাপেনো মরিচ, চুনের রস, ধনেপাতা এবং লবণ দরকার। স্ট্রবেরি, লাল পেঁয়াজ এবং জালাপেনো মরিচ সূক্ষ্মভাবে কেটে নিন। এগুলিকে চুনের রস, কাটা ধনেপাতা এবং লবণের সাথে মিশিয়ে নিন। ফ্লেভারগুলো মিশে যেতে কিছুক্ষণ বসতে দিন। এই সালসা টর্টিলা চিপসের সাথে বা গ্রিল করা মাংসের টপিং হিসাবে ভাল যায়।