শীত মানেই জ্বরজারি। একটু অসাবধান হলেই ঠান্ডা লেগে যায়। সর্দি, কাশি কাবু করে ফেলে গোটা শরীর। এছাড়া বুকে কফ জমে গেলে শ্বাস নিতে সমস্যা হয়। ঋতু পরিবর্তনের রোগ বলে আমরা সবসময় চিকিৎসকের কাছে যেতে চাই না। বাড়িতেই ঘরোয়া টোটকা প্রয়োগ করে নিজেদের সারিয়ে তোলার চেষ্টা করি। বিশেষজ্ঞরাও এমন কিছু ঘরোয়া উপায়ের কথা জানান যাতে সহজেই সুস্থ হয়ে ওঠা সম্ভব। আমলকী যদি প্রতিদিন খান তাহলে শরীর সতেজ থাকবে। আমলকী ভিটামিন সি-তে পূর্ণ। আমলকী খেলে আপনার শরীর ভাল থাকবে।