পঞ্জাবের জনপ্রিয় এই পদ শীতে আপনিও রাখুন পাতে, সুস্থ থাকবেন! মাক্কি কি রোটি আর সর্ষো কি শাক ঠান্ডাই খুবই ভাল। সর্ষে শাক ভিটামিন ও মিনারেলের একটি সমৃদ্ধ উৎস। ভিটামিন এ, সি ও কে-তে পরিপূর্ণ সর্ষে শাক শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। সর্ষে শাকে আছে আয়রন, ম্যাঙ্গানিজ, ক্যালসিয়াম, জিঙ্ক, পটাশিয়াম, সেলেনিয়াম, ম্যাগনেশিয়াম, প্রোটিন ও ফাইবার। যা হার্ট ভালো রাখে, রক্তের কোলস্টেরল কমায়। এছাড়াও এই সর্ষে শাক অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর। ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না। মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখে। সেই সঙ্গে শরীরের যাবতীয় ক্ষতিকর টক্সিন বাইরে বের করে দেয়।