De-Tanning Home Remedies: ত্বকে ট্যান পড়েছে? রইল কিছু ঘরোয়া উপায়
2022-09-08 15:50:11
সুন্দর, চকচকে, উজ্জ্বল ত্বক কে না চায়! কিন্তু কাজের জন্য বাইরে বেরোতেই হয়, আর রোদে বেরোলেই ট্যান পড়বে না তা আর বলতে! গরমের সময় কড়া রোদের কারণে ত্বকে সহজেই ট্যান পড়ে যায়। আর, স্কিনে ট্যান পড়ার ফলে ত্বকের উজ্জ্বলতা হ্রাস পায়। তবে ত্বকের ট্যান দূর করতে আপনি বাড়িতেই ডি ট্যান ফেসিয়াল করতে পারেন। এই ঘরোয়া ফেস প্যাকগুলির ব্যবহারে ট্যান থেকে মুক্তি পাবেন সহজেই। আজই এই ঘরোয়া জিনিস মিলিয়ে বানিয়ে ফেলুন ডি-ট্যান প্যাক।
লেবুর রস আর মধু- লেবুর রস ও মধুর সঙ্গে চিনি যোগ করে এমন পরিমাণে মেশান যাতে বেশ গাঢ় মিশ্রণ তৈরি হয়। মুখে, হাতে-পায়ে এই প্যাক লাগিয়ে আধ ঘণ্টা রাখুন। তার পর ধুয়ে ফেলুন। এই মিশ্রণে খানিকটা চিনি মিশিয়ে নিলে স্ক্রাবিংয়ের কাজটাও হয়ে যাবে।
পেঁপে, টম্যাটো, আলু, শশা- পেঁপে, শশা, আলু, টম্যাটো, তরমুজেক কিছু টুকরো নিয়ে একটি পেস্ট বানিয়ে ১৫ মিনিট ত্বকে লাগিয়ে ধুয়ে ফেলুন।
মুসুর ডাল, হলুদ, দুধ- কাঁচা দুধে রাতভর মুসুর ডাল ভিজিয়ে রেখে মিক্সিতে গ্রাইন্ড করে পেস্ট বানিয়ে মুখে লাগান ও শুকিয়ে গেলে ধুয়ে নিন।
কফি, সুগার, নারকেল তেল- এই তিনটি জিনিসের মিশ্রণ বানিয়ে ত্বকে স্ক্রাবর হিসেবে ব্যবহার করুন।
বেসন, হলুদ ও দই- বেসন ও হলুদ ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে ও দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বককে মসৃণ করতে সাহায্য করে। ফলে এই তিন জিনিসের একটি মিশ্রণ বানিয়ে ত্বকে লাগান ও ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।