Winter Recipes: শীতের বিকেলে বানিয়ে ফেলুন চকোলেটের তৈরি কিছু মজাদার খাবার
2022-11-17 15:39:49
চকোলেট ভালবাসেন না, এমন মানুষ খুব কমই দেখা যায়। হট চকোলেট প্রায় সবারই পছন্দ। আর শীত আসতেও বেশি দেরি নেই। ফলে শীতকালে হট চকোলেট তো সবাই খেয়েই থাকবেন। তবে হট চকোলেট ছাড়াও কিছু খাবার আছে যা খেলে শীতের বিকেলে আপনার মন ফুরফুরে হয়ে যাবে। ফলে একনজরে দেখে নিন, কীভাবে আপনি চকোলেট দিয়ে এই খাবারগুলো তৈরি করবেন।
চকোলেট টি- এক কাপ চকোলেট বা কোকো টি শীতের রাতের জন্য উপযুক্ত পানীয়। আপনি যদি চা এবং চকোলেট উভয়ই ভালবাসেন, বানিয়ে ফেলুন চকোলেট টি। এটি তৈরি করতে লাগবে দুধ, কোকো পাউডার, জল, চিনি এবং টি ব্যাগ। এগুলো সব একসঙ্গে দিয়ে ফুটিয়ে তৈরি করে ফেলুন এই পানীয়।
চকোলেট পপসিকল- আরেকটি শীতকালীন রেসিপি হল চকোলেট পপসিকল। এটি তৈরি করতে লাগবে ক্রিম, কনডেন্সড মিল্ক, চকোলেট চিপস এবং মিষ্টি ছাড়া চকোলেট। একটি পাত্রে সব উপকরণ গরম করে কিছুক্ষণ পর সারারাত রেখে দিন। এরপর এটি শক্ত হয়ে গেলে এক এক রকমের আকার দিয়ে তৈরি করে ফেলুন চকোলেট পপসিকল।
চকোলেট চিপস কুকিস- এটিও শীতের সকালে জলখাবারে খাওয়ার জন্য একেবারে উপযুক্ত একটি খাবার।
চকোলেট ব্রাউনি- চকোলেটের এই রেসিপিও খুব সুস্বাদু। এটি খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়।
হট চকোলেট বম্ব- মার্সমেলো, চকো চিপস ও অন্যান্য উপকরণকে চকোলেটের আবরণ দিয়ে এগুলোকে গোল গোল আকার দিয়ে তৈরি করে ফেলুন চকোলেট বম্ব।