Winter Skincare: শীতকালে উজ্জ্বল ও ঝলমলে ত্বক পেতে মেনে চলুন এই পাঁচটি টিপস
শীতকাল আসলেই বেশি করে চোখে পড়ে ত্বকের রুক্ষতা। শীতের রুক্ষতা নানা সমস্যা ডেকে আনে। এইসময় ত্বকের বিশেষ যত্ন নেওয়া খুব দরকার। যত্ন না নিলে ত্বকের শুষ্কতা দেখা দেয়। আর এর ফলে ত্বক আর উজ্জ্বল, চকচকে মনে হয় না। তাই শীতেও সুন্দর ত্বক পেতে মেনে চলুন কিছু টিপস।
ডাবল ক্লিনিং- শীতে ত্বককে উজ্জ্বল রাখতে দিনে দুবার ক্লিনজিং করুন। এতে আপনার ত্বক শুষ্কতা থেকে মুক্তি পাবে। এই নিয়মিত রুটিন আপনার ত্বককে আর্দ্র রাখে। আর ত্বক ধোয়ার পরই আপনার ত্বকের জন্য উপযুক্ত এমন একটি তেল ত্বকে ব্যবহার করুন।
ময়শ্চারাইজিং- শীতে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে নিয়মিত ব্যবহার করুন ময়শ্চারাইজার। এটি ত্বকের বলিরেখা, শুষ্কতা দূর করবে।
সিরাম- ময়শ্চাইজারের আগে যেটি ব্যবহার করা খুবই প্রয়োজনীয় সেটি হল সিরাম। এটি পুরো ঠান্ডা মরশুমে আপনার ত্বককে হাইড্রেটেড এবং উজ্জ্বল রাখবে।
নারকেল তেল ও সরষের তেলের থেকে ত্বকের জন্য আর কিছু ভাল হতে পারে না। বিশেষ করে শীতকালে এটি ব্যবহার করা খুবই দরকার। আপনার সারা শরীর এবং মুখে নারকেল তেল নিয়মিত লাগালে এটি অতিরিক্ত পুষ্টি এবং নমনীয়তা প্রদান করতে পারে। এছাড়াও সরষের তেলের সঙ্গে মধু মিশিয়ে ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়।
ঘি রক্ত সঞ্চালন বাড়ায়, ক্ষতিগ্রস্থ কোষগুলিকে মেরামত করে এবং পুনরুৎপাদন করতে সাহায্য করে। তাই ঘুমোনোর আগে এটি ফাটা ঠোঁটে লাগালে ঠোঁট উজ্জ্বল করে। ৫ টেবিল চামচ ঘি গরম করে এতে ১ চা চামচ মধু যোগ করুন এবং ভালভাবে মিশিয়ে নিন। এরপর চিনি-মধুর মিশ্রণ দিয়ে আপনার ঠোঁটে লাগিয়ে এক্সফোলিয়েট করার পর, এই ঘি-মধুর মিশ্রণটি ঠোঁটে লাগান আর ঠোঁট ফাটা থেকে রেহাই পান।
Tags: