সানগ্লাসকে সাজগোজের সামগ্রী ভাবলে ভুল করবেন। রোজকার জীবনে এর ব্যবহার অত্যন্ত জরুরি। রোদ থেকে বাঁচতে সানগ্লাস ব্যবহার করুন। বিশেষ করে দিনের বেশির ভাগ সময় বাড়ির বাইরে কাটে যাঁদের, তাঁদের জন্য সানগ্লাস অবশ্যই প্রয়োজন বলে মত চিকিৎসকদের। সানগ্লাস অতিবেগুনি রশ্মি থেকে চোখকে রক্ষা করে। সানগ্লাসে চোখ ঢেকে বাইরে বেরনোর অভ্যাস, চোখ শুকিয়ে যাওয়া থেকে, ছানি পড়া, এমনকী চোখের চারপাশের ত্বকে ক্যান্সারের কোষ গজিয়ে ওঠাও প্রতিরোধ করে।