২)ডাল: বিভিন্ন প্রকারের ডাল যেমন- কলাই, মটর, মসূর, ছোলা ক্যান্সার রোগীদের জন্য উপযুক্ত খাবার। কলাই ডাল হাই-প্রোটিন ও লো ফ্যাট সমৃদ্ধ খাবার। তাছাড়াও এগুলো সহজপাচ্য খাবার যা সহজেই হজম হয়ে যায় ও হাই ফাইবার যুক্ত খাবারগুলো কলোরেক্টাল ক্যান্সার হওয়ার সম্ভাবনাকে কমিয়ে দেয়।