নিত্য শরীরে বাড়ছে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা। এতে ভয়ানক ক্ষতি হতে পারে হার্টের। শরীরের বাজে কোলেস্টেরলের মাত্রা কমাতে প্রতিদিন খাওয়া যেতে পারে আমন্ড, ওয়ালনাট, চিনেবাদাম, কাজুবাদাম এবং পিস্তাচিওস। ওয়ালনাটে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। সালমান এবং টুনা মাছে মেলে এই অ্যাসিড। ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড হৃদস্পন্দনের ছন্দ বজায় রাখে, কমায় হার্ট ব্লকেজের সম্ভাবনা।