গ্রাম থেকে শহর! রাস্তার ধারে গনগনে আঁচে পোড়ানো ভুট্টার স্বাদ আমরা কমবেশি সকলেই পেয়েছি। স্ট্রিট ফুড হিসেবে ভুট্টা সারা ভারতব্যাপী জনপ্রিয়। তবে শুধু স্বাদে নয় ভুট্টায় রয়েছে বেশ কিছু পুষ্টিগুণ। যার জেরে একে সুপারফুডও বলা যেতে পারে। আজকে আমরা জানবো ঠিক কেন ভুট্টাকে পুষ্টি সমৃদ্ধ জনপ্রিয় স্ন্যাক বলা হয়!