জলের তলায় নগরী বললে আমাদের দেশে প্রথমেই মনে আসে দ্বারকার কথা। হিন্দু শাস্ত্র অনুযায়ী, দ্বারকা ছিল ভগবান শ্রীকৃষ্ণের সাম্রাজ্য। মনে করা হয় এই নগরী গড়ে উঠেছিল গুজরাটের সমুদ্র উপকূলে। বর্তমানে তা জলের অতল গভীরে। জলের তলায় দ্বারকাকে নিয়ে এখনও চলছে নানা গবেষণা। সম্প্রতি প্রধানমন্ত্রী মোদিও পৌঁছে গিয়েছিলেন সমুদ্রের অতল গহ্বরে থাকা দ্বারকা নগরীতে।