বৃষ— রাগ ও জেদ নিয়ন্ত্রণে না রাখলে নিকটজনের সঙ্গে ভুল বোঝাবুঝি। শত্রুরা ক্ষতি করতে চাইবে, সচেতন থাকুন। রাজনৈতিক ঝামেলা এড়িয়ে চলুন। সপ্তাহের মাঝখান থেকে মানসিক উৎকর্ষতা বৃদ্ধি পাবে। আগুন ও ইলেকট্রিক থেকে সাবধানে থাকুন। দাম্পত্য জীবন অতি মধুর। প্রেম সুপারহিট। বাড়িতে অতিথি সমাগম। সপরিবারে কোনও সভা-সমাবেশে চিত্তাকর্ষক বক্তৃতাদান। মাদকদ্রব্য ও অসৎ বন্ধু এড়িয়ে চলুন। বিবাহযোগ্য ক্ষেত্রে হঠাৎ কোনও সম্বন্ধ আসতে পারে। খেলোয়াড়দের শুভ। ছাত্র-ছাত্রীদের জন্যও ভালো সময়। ব্যবসায় বিনিয়োগ করুন। বস্ত্র ব্যবসায়ী, হোটেল, মুদিখানা, মিষ্টির ব্যবসায় লাভ।