Independence Day: স্বাধীনতার ৭৫ বছর পূর্তির দিনটি কীভাবে কাটাবেন! রইল তার পাঁচ উপায়
2022-08-14 20:59:09
স্বাধীনতা দিবস মানে স্বাধীনভাবে কিছু করার দিন। স্বাধীনতা দিবস জাতীয় ছুটির দিন সুতরাং পরিবারের সকল সদস্য যারা সাধারণত স্বাভাবিক দিনে দূরে থাকেন-এইদিন বাড়িতেই রইবেন। তাঁদের জন্য তৈরি করুন তেরঙা থালা। উপহার দিন যে কোনও ট্রাই কালার ডিস।
ছোটবেলার বিকেলগুলো মনে করুন। বন্ধুদের নিয়ে ছাদের বা রাস্তায় দল বেঁধে বেরিয়ে পড়ুন ঘুড়ি ওড়াতে। স্বাধীনতা দিবসে ঘুড়ি ওড়ানো একটা প্রথাও বটে।
যে কোনও দেশপ্রেমের সিনেমাও দেখতে পারেন। শুনতে পারেন দেশাত্মবোধক গান। স্বাধীনতা দিবসে দেশকে স্মরণ করার এর চেয়ে ভাল ও সহজ উপায় আর কিছু নেই।
দূরদর্শনে লালকেল্লায় স্বাধীনতা দিবসের বিশেষ অনুষ্ঠান দেখেও শুরু করতে পারেন ১৫ অগাস্ট। নিজের সাথে সময় কাটান। স্বাধীনতার দিনে ‘স্ব’ইচ্ছা মতো টিভি দেখুন।
এই দিনটিতে পাড়া থেকে শুরু করে সমস্ত স্কুল কলেজে পতাকা উত্তোলন করা হয়। আপনার সন্তানকে নিয়ে যান এমন একটি অনুষ্ঠানে, তাঁকে দেখান পতাকা উত্তোলন কীভাবে করা হয়। একই সঙ্গে জাতীয় সঙ্গীতে গলা মেলাতে দিন। গর্ব অনুভব করতে দিন।