গতকাল, ২৯ ডিসেম্বর মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির বাগদান হল। অনন্ত আম্বানি রাধিকা মার্চেন্টের সঙ্গে সম্পর্কে বাঁধা পড়লেন। বৃহস্পতিবার রাজস্থানের নাথদ্বারার শ্রীনাথজি মন্দিরে রাধিকা মার্চেন্টের সঙ্গে তাঁর 'রোকা' অনুষ্ঠান ছিল। সেখান থেকে মুম্বইতে ফেরেন অনন্ত ও রাধিকা। তবে তাঁদের বিয়ের তারিখ নিয়ে এখনও কোনও খবর পাওয়া যায়নি।