Assam Flood: বন্যা বিধ্বস্ত আসাম, মৃত বেড়ে ৫৪, ক্ষতিগ্রস্ত ১৮ লক্ষের বেশি
আসামে(Assam) বন্যা (Flood) পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। অনবরত বৃষ্টির জেরে আসামে ফের খারাপ হতে শুরু করেছে বন্যা (Flood) পরিস্থিতি। বন্যার জেরে আসামের কামরূপ জেলার পরিস্থিতি সবচেয়ে খারাপ। এর ফলে প্রায় ১৮.৯৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্থ বলে জানা যাচ্ছে ও ৫৪ জন মারা গিয়েছেন। একটানা বৃষ্টির জেরে বরোলিয়া নদী (Borolia River) ও সঙ্গে অন্যান্য নদীর জল বেড়ে গিয়েছে।
একাধিক গ্রাম জলে নিমজ্জিত: বরোলিয়া নদীর জল আসামের বিভিন্ন জায়গায় প্রবেশ করায় চৌমুখা ও হাজো এলাকার একাধিক গ্রাম জলের তলায়। আবার, রঙ্গিয়া এলাকার ৭৭টি গ্রাম জলের নীচে বলে জানা যাচ্ছে। যার জেরে ৪৪ হাজার মানুষ ক্ষতিগ্রস্থ বলে জানা যাচ্ছে।
অনবরত বৃষ্টি: আসামের বিজেপি সভাপতি ও রঙ্গিয়ার বিধায়ক ভাবেশ কালিতা(Bhabesh Kalita) জানিয়েছেন, একটানা বৃষ্টি হওয়ার ফলে একাধিক জেলা ক্ষতিগ্রস্থ হয়েছে ও বন্যার জলের অনের বাঁধও ক্ষতিগ্রস্থ হয়েছে।
ঘরছাড়া পরিবার: রঙ্গিয়ার বেশির ভাগ জায়গা বন্যার জলের প্লাবিত, ফলে এর জন্য অনেক পরিবারকে হতে হয়েছে ঘরছাড়া।
ত্রান শিবির: রঙ্গিয়াতে দুটো ত্রান শিবিরের ব্বস্থা করা হয়েছে। রঙ্গিয়ার বিধায়ক ভাবেশ কালিতা জানিয়েছেন, বিজেপির কর্মীরাও উদ্ধারকাজে নেমেছেন।
জলমগ্ন রাস্তা ও শস্যক্ষেত্র: একাধিক রাস্তা ও ৩২২৬ হেক্টর জমি বন্যার জলে নিমজ্জিত। Assam State Disaster Management Authority থেকে জানানো হয়েছে, বন্যায় প্রায় ২৮ টি জেলা ও ১৮.৯৫ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে।
Tags: