Ayodhya Ram Mandir: অযোধ্যায় রামমন্দির চত্বরে হচ্ছে আরও ৬ মন্দিরের নির্মাণ, প্রকাশ্যে সেই ছবি
2024-12-04 08:42:46
গত বছর ২২ জানুয়ারি মন্দিরের গর্ভগৃহে প্রভু রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল। এবছর হিন্দু গণনা পদ্ধতিতে প্রথম বর্ষপূর্তি পালিত হবে আগামী বছরের ১১ জানুয়ারি পৌষ শুক্ল দ্বাদশীর দিনে। এই নিয়ে দেশজুড়ে রামভক্তদের মধ্যে তীব্র উন্মাদনা।
তার মধ্যেই, মঙ্গলবার, রাম মন্দির চত্বরের বেশ কিছু নতুন ছবি প্রকাশ পেল সমাজমাধ্যমে। ছবিতে মন্দির চত্বরে আরও কয়েকটি নতুন মন্দির নির্মাণের দৃশ্য ধরা পড়েছে।
‘শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র’ সোশ্যাল মিডিয়ায় নির্মাণকার্যের ছবি পোস্ট করে। ওই পোস্টে লেখা হয়, শ্রী রাম জন্মভূমি মন্দিরে শ্রীরাম লালা বিরাজমান হওয়ার এক বছর পূর্ণ হতে চলেছে। ওই দিনটি সমারোহের সঙ্গে পালনের প্রস্তুতি চলছে।
একইসঙ্গে, নতুন মন্দির নির্মাণের চূড়ান্ত পর্যায়ের কাজও দ্রুত গতিতে এগিয়ে চলছে। নতুন প্রকাশিত ছবির মধ্যে রয়েছে, সূর্য মন্দির, গণেশ মন্দির, শিব মন্দির, দুর্গা মন্দির, অন্নপূর্ণা মন্দির এবং হনুমান মন্দির।
এই ছয়টি অন্য মন্দিরের কাঠামো প্রায় প্রস্তুত। রাম মন্দির নির্মাণ সংগঠনের তরফে নৃপেন্দ্র মিশ্র কাজকর্ম খতিয়ে দেখছেন। কর্তৃপক্ষ আরও জানিয়েছে, মূল রাম মন্দিরের প্রধান শিখরটির নির্মাণ হচ্ছে এই মুহূর্তে, যা বহু দূর থেকেও দেখা যাবে।
প্রায় ৫০০ বছরের রাজনৈতিক ধর্মীয় সামজিক এবং সাংস্কৃতিক আন্দোলনের পর অযোধ্যায় রামমন্দির পুনঃপ্রতিষ্ঠা হয়েছে। হিন্দু ধর্মের জয়জয়কার। প্রাণ প্রতিষ্ঠার দিনে উপস্থিত ছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রভু রামলালার মূর্তিটি নির্মিত হয়েছে বালক বয়সের আদলে।