চৈত্র নবরাত্রি। এটি বসন্ত নবরাত্র নামেও পরিচিত। এই ন’ দিন ধরে আরাধনা করা হয় দেবী দুর্গার। তাই নবরাত্রির এই দিনগুলিতে নিরামিষ খাবার খান হিন্দুরা। তাই কী খাবেন, জেনে নিন। প্রথমেই আসি সাবুর খিচুড়িতে। ভেজানো সাবু, আলু, ঘি, গ্রেট করা নারকেল, কাঁচা লঙ্কা, বাদাম ও ধনেপাতা দিয়ে তৈরি হয় কার্বোহাইড্রেটে ভরপুর এই খাবার।