Republic Day: চন্দ্রযান-৩ থেকে রাম মন্দির, প্রজাতন্ত্র দিবসের প্যারেডে ছিল আর কী কী ট্যাবলো?
2024-01-26 17:14:09
৭৫তম সাধারণতন্ত্র দিবসে দিল্লির কর্তব্যপথে প্রদর্শিত হল ভারতের সামরিক শক্তি সমেত দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের বিভিন্ন ট্যাবলো।
৭৫তম প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে হাজির ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ। উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মর্মু।
৭৫তম প্রজাতন্ত্র দিবসে প্রথমবারের জন্য প্যারেডে অংশগ্রহণ করে অল ওমেন ট্রাই সার্ভিস কন্টিনজেন্ট।
৭৫তম প্রজাতন্ত্র দিবসে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে শহীদ জওয়ানদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন প্রধানমন্ত্রী।
৭৫তম প্রজাতন্ত্র দিবসের প্যারেড শুরু হয় আবাহন এর মাধ্যমে। যেখানে ১০০রও বেশি মহিলা শিল্পী, ভারতীয় বাদ্যযন্ত্র বাজাতে থাকেন তাঁরা।
৭৫তম প্রজাতন্ত্র দিবসে ইন্ডিয়ান এয়ার ফোর্সের ট্যাবলোর থিম ছিল চলতি বছরে, ভারতীয় বায়ু সেনা:সক্ষম, সশক্ত, আত্মনির্ভর। নৌবাহিনীর ট্যাবলোও ছিল এরসঙ্গেই।
সাধারণতন্ত্র দিবসে প্রথমবারের জন্য দিল্লির কর্তব্যপথে দেখা গেল বিএসএফের মহিলা ব্রাশ ব্যান্ডকে।
প্রথমবারের জন্য দিল্লি পুলিশের অল ওমেন ব্যান্ড, এদিন অংশগ্রহণ করে রিপাবলিক ডে-এর প্যারেডে।
মণিপুরের ট্যাবলোতে চলতি বছরের নারী শক্তিকে থিম করা হয়। সে রাজ্যে অবস্থিত মহিলা পরিচালিত ৫০০ বছরের পুরনো মার্কেটকেও তুলে ধরা হয়।
উত্তরপ্রদেশের ট্যাবলোতে চলতি বছরে থিম ছিল রাম মন্দির। প্রসঙ্গত, গত ২২ জানুয়ারি উদ্বোধন হয়েছে মন্দিরের।
ইসরোর চন্দ্রাভিযান এবং সূর্য অভিযানের ট্যাবলোও স্থান পেয়েছিল চলতি বছরের সাধারণতন্ত্র দিবসের প্যারেডে।