Winter special: শীতকালে ঘুরে আসুন এই জায়গাগুলো থেকে
2022-11-28 14:41:02
অলি, উত্তরাখণ্ড: দিল্লি থেকে আপনি খুব সহজেই যেতে পারেন উত্তরাখণ্ড। ঘুরে আসুন স্মৃতি উপত্যকায়। হিমালয়ের উচ্চতম স্পিতি। এটি উত্তরাখণ্ডের উত্তর পূর্ব অংশে অবস্থিত। স্পিতি নামের অর্থ মরুভূমি। এখানে গেলেও অবশ্যই রাহুল, লাদাখ, কিন্নর অবশ্যই ঘুরে আসবেন।
গুলমার্গ, কাশ্মীর: বরফ আর অ্যাডভেঞ্চার চাইলে এই শীতেই ঘুরে আসুন গুলমার্গ। কাশ্মীরের অন্যতম সেরা ও পরিচিত জায়গা গুলমার্গ। জম্মু ও কাশ্মীরের পীরপঞ্জাল রেঞ্জে অবস্থিত এই হিল স্টেশনে সারাবছর পর্যটকদের ভিড় লেগেই থাকে। গরমের সময়ে যেমন ঠান্ডা আবহাওয়ায় মানুষ ছুটি কাটাতে আসেন, তেমনই শীতের সময়ে আসেন বরফ দেখতে।
লাক্ষাদ্বীপ: অনাবিল আনন্দ পেতে ঘুরে আসুন এই ভার্জিন দ্বীপে। আরব সাগরের অবস্থিত এই দ্বীপটি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল। এই দ্বীপের ভার্জিনিটি ও বিশালতার জন্য এটি আপনার কাছে হানিমুন ডেস্টিনেশনও হয়ে উঠতে পারে। লাক্ষাদ্বীপের নিজস্ব বৈশিষ্ট্য ফিরোজা নীলাভ জল, অদূষিত সমুদ্র-সৈকত এবং বিস্তীর্ণ অঞ্চল জুড়েই জল-ক্রীড়া করতে পারবেন ও দেখতেও পারবেন, সান বাথ এবং সমুদ্রের নিজস্ব আকর্ষণ সহ ভারতের এক অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র।
ওয়ানাদ, কেরল: নির্জন নিরিবিলিতে ঘুরে আসুন উত্তর কেরলের ওয়ানাদ জেলা। 'ভগবানের আপন দেশে' আপনি দেখতে পাবেন অনুচ্চ পাহাড়, মালভূমি, গুহাচিত্র, জঙ্গল, ঝর্না, চা, কফি আর মশলার বাগান।
কুর্গ, কর্ণাটক: মেঘ ছুঁতে চাইলে ঘুরে আসুন কুর্গ। দক্ষিণ ভারত মানেই পশ্চিমঘাট পর্বতমালা।কুর্গ দক্ষিণ ভারত তথা কর্ণাটকের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। সবুজে ঘেরা এই পাহাড়ি অঞ্চলে একবার গেলেই মনে হবে মেঘেদের রাজ্যে চলে এসেছেন। সঙ্গে অবশ্যই রয়েছে সুন্দরী ঝর্ণা।