ঘূর্ণিঝড় দানা-র মোকাবিলায় প্রস্তুত ভরতীয় নৌবাহিনী। অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড়ের সম্ভাব্য দুর্যোগ ও ক্ষয়-ক্ষতির মোকাবিলায় একাধিক পদক্ষেপ করা হয়েছে।
ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত রয়েছে উপকূলরক্ষী বাহিনীও। বাহিনীর উত্তর-পূর্ব শাখা ঝড়ের সম্ভাব্য ঝুঁকি কমাতে একাধিক নিরাপত্তা এবং উদ্ধার প্রোটোকল কার্যকর করেছে। ঝড়ের আগাম প্রস্তুতির অংশ হিসেবে ভারতীয় কোস্ট গার্ড শিপ (আইসিজিএস) সমুদ্রে মোতায়েন করা হয়েছে, যা যে কোনও বিপদ সঙ্কেত বা অপ্রত্যাশিত ঘটনায় কাজে নামতে প্রস্তুত।
মৌসম ভবন জানিয়েছে, ঘূর্ণিঝড়টি ওড়িশার ভিতরকণিকা এবং ধামারা দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে। মৌসম ভবন জানিয়েছে, আছড়ে পড়ার সময় ‘দানা’র গতি হতে পারে ঘণ্টায় ১০০-১১০ কিলোমিটার। সর্বাধিক গতি পৌঁছতে পারে ঘণ্টায় ১২০ কিলোমিটার।
এই ঝড়ের তাণ্ডব সবচেয়ে বেশি দেখা যাবে বালেশ্বর, ভদ্রক এবং কেন্দ্রাপাড়ায়। এই তিন জেলাতে বেশি ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। ‘দানা’র ল্যান্ডফলের সময় এই তিন জেলায় ঝড়ের সম্ভাব্য গতিবেগ হতে পারে ১১০-১২০ কিলোমিটার।
ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে যে-সমস্ত অঞ্চলে, সেখানে পানীয় জল, খাবার, ওষুধ ও প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। ত্রাণ কার্যে সাহায্যের জন্য মজুত রয়েছে দুটি জাহাজ ও ডুবুরির দল।