মাধ্যম নিউজ ডেস্ক: অযোধ্যায় দীপাবলির জন্য প্রস্তুতির ব্যস্ততা এখন তুঙ্গে। প্রায় পাঁচশত বর্ষ রাজনৈতিক ও ধর্মীয় আন্দোলনের পর গত ২২ জানুয়ারি রামলালার বিগ্রহকে পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছে। মন্দিরের গর্ভগৃহে রাম লালা বা বালক রামের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। বিশ্বের সকল সনাতন হিন্দু সম্প্রদায়ের কাছে অত্যন্ত গৌরবোজ্জ্বল মুহূর্ত ছিল ওই মাহেন্দ্রক্ষণ। তাই দীপাবলিতে এবছর অত্যন্ত জাঁকজমক ভাবে পালিত হবে আলোর উৎসব। ধনতেরাসের পবিত্র শুভক্ষণ শুরু হয়ে গিয়েছে। ৩০ অক্টোবর বুধবার হবে দীপ উৎসব। কিন্তু ঠিক একদিন আগেই অপূর্ব আলোক সজ্জার চিত্র ধরা পড়ল। গোটা রামনগরী যেন শ্রী রামচন্দ্রের আলোর আভায় পরিপূর্ণ হয়ে উঠছে।