ফুচকার প্রচলিত নাম পানি পুরি। মহারাষ্ট্র, গুজরাট, মধ্য প্রদেশ, কর্নাটক এমনকী নেপালেও ফুচকাকে এই নামে ডাকা হয়। তবে নাম এক হলেও স্বাদে সব পানি পুরিই একবারে আলাদা অন্যটির থেকে। মুম্বইতে যেখানে তেঁতুলের মিষ্টি চাটনিতে ডোবানো পানি পুরিতে পাবেন ঝাল ঝাল রাগড়া(মটর), মধ্যপ্রদেশে পানি পুরি ঠাসা থাকে আলুসেদ্ধ মাখায়। গুজরাতে খেজুর, বোঁদে দেওয়া মিষ্টি চাটনিতে ডোবানো পানিপুরির মধ্যে থাকে টুকরো করে কাটা আলু ও সেদ্ধ মুগ। বেঙ্গালুরুতে পানি পুরির মধ্যে পাবেন পেঁয়াজ কুচি।