Ram Mandir: রাম মন্দির প্রাঙ্গণে বসল হনুমান, গরুড়, সিংহ ও হাতি মূর্তি, এক ঝলকে দেখে নিন
2024-01-08 14:02:34
২২ জানুয়ারি উদ্বোধন হতে চলেছে রাম মন্দিরের। সেদিন রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে সাজো সাজো রব গোটা অযোধ্যা জুড়ে। মন্দির চত্বরে বসানো হয়েছে হনুমান, সিংহ, হাতি এবং গরুড়ের মূর্তি।
হাত জোড় করে দাঁড়িয়ে রয়েছেন পবন পুত্র হনুমান। প্রভু রামচন্দ্রের মন্দিরে যেন স্বাগত জানাচ্ছেন তিনি।
মন্দির ঢুকতে নজরে পড়বে সিংহ মূর্তিও। মন্দির তিনতলা বিশিষ্ট হচ্ছে এবং প্রতিটা তলাতে থাকবে ৪৪টি দরজা এবং মোট ৩৪২টি থাম।
রাজস্থান থেকে আনা পাথর দিয়েই তৈরি হয়েছে মূর্তিগুলি। ভগবান বিষ্ণুর অবতার মানা হয় রামচন্দ্রকে। বিষ্ণুর বাহন হল গরুড়।
রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের তরফ থেকে যে ছবি প্রকাশ করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে একটি হাতি মূর্তি স্ল্যাবের উপর বসানো। এই হাতি মূর্তির ঠিক পিছনে রয়েছে একটি সিংহের মূর্তি। তার ঠিক পিছনে দেখা যাচ্ছে গরুড়ের মূর্তি। গরুড় মূর্তির বিপরীত দিকেই রয়েছে হনুমান মূর্তি।